
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে তিনি 'হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন। '
ট্রফি বুভুক্ষু এক ক্লাবকে এক যুগ পরে ট্রফি দিয়েছিলেন। সমর্থকদের কাছে তিনি হয়ে গিয়েছিলেন 'প্রফেসর'।
সেই তাঁর কোচিংয়েই আবার লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব পরপর ম্যাচ হেরে অন্ধকার রাস্তায় হাঁটা লাগিয়েছিল। 'প্রফেসর' থেকে তাঁকে শুনতে হয়েছিল 'গো ব্যাক কুয়াদ্রাত'।
কুয়াদ্রাতের ছেড়ে যাওয়া হটসিটে এখন অস্কার ব্রুজোঁ। নাম না করে লাল-হলুদের বিপর্যয়ের জন্য তিনি প্রাক্তন কোচকেই কাঠগড়ায় তুলেছিলেন।
প্রাক্তনরাও কুয়াদ্রাত-জমানাকেই দুষছেন। অন্ধকার সরণী থেকে আলোর রাস্তায় ফেরার মরিয়া চেষ্টা করছে শতাব্দী পেরনো ক্লাব।
যাঁকে নিয়ে এত কথা, এত সমালোচনা, সেই কার্লেস কুয়াদ্রাত আজকাল ডিজিটালকে বলছেন, ''যেভাবে ইস্টবেঙ্গল এগোচ্ছে তাতে আমি খুবই দুঃখিত।''
তাঁর হাতে তৈরি দল। সেই দল যদি নিয়ম করে হোঁচট খায়, তাহলে ভাল লাগবেই বা কী করে! কুয়াদ্রাতও একবুক মনখারাপ নিয়ে তাকিয়ে ইস্টবেঙ্গলের দিকে। কবে যে সুখের সময় ফিরবে লাল-হলুদে!সমর্থকরাও প্রতীক্ষায়।
প্রতিটি ম্যাচে নিয়ম করে পয়েন্ট নষ্ট করছে ইস্টবেঙ্গল। আইএসএলে ক্রমশ পিছিয়েই পড়ছেন ক্লেটন সিলভারা। এখনও ন'টি ম্যাচ বাকি ইস্টবেঙ্গলের। সুদিন কি ফিরবে?
তিনি কলকাতা ছেড়ে চলে গেলেও নিয়মিত চর্চায় রয়েছেন। একদিন যিনি সবার নয়ের মণি ছিলেন, আজ তাঁকেই সবাই দুষছেন। এই বিপর্যয়ের কারণ হিসেবে দেখানো হচ্ছে তাঁকে। কলকাতা ময়দান এই কারণেই বোধহয় স্ট্যাটিক নয়। সব সময়ে বদলে যাচ্ছে। কোনও কিছুই স্থির নয়। আজ যে প্রিয়, কালই সেই অপ্রিয়। আজ যে প্রফেসর, কালই তাঁকে শুনতে হচ্ছে 'গো ব্যাক স্লোগান'।
তাঁর দিকে ধেয়ে আসছে সমালোচনার ঝড়়। তিনি কী বলছেন? কুয়াদ্রাতের সাফ জবাব, ''আসল সত্যিটা না জেনে মানুষ অনেক মন্তব্য করে। ফুটবলে তো এরকম ঘটনা প্রায়ই ঘটে। আমার এ নিয়ে কোনও সমস্যা নেই। কোনও অভিযোগও নেই। কিন্তু লকার রুমের ভিতরের মানুষগুলো জানে আমরা কী রকম চেষ্টা করেছিলাম, কীভাবে ক্লাবকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করেছি, ক্লাবের ভালর জন্য কত কী করেছি।''
ব্যর্থতার নৈতিক দায়িত্ব কাঁধে নিয়ে ইস্টবেঙ্গল কোচের চেয়ার ছেড়ে তিনি ফিরে গিয়েছেন বার্সেলোনায়। প্রাক্তন ক্লাবের হার সহ্য হয় না তাঁর। বুকের মধ্যে রক্তক্ষরণ হয়। তিনি সরে গেলেও প্রিয় ক্লাব দুঃসময় কাটিয়ে উঠতে পারেনি। কুয়াদ্রাত বলছেন, ''ফের হারতে শুরু করেছে ইস্টবেঙ্গল। সব দেখে শুনে আমি আহত।''
একদিন সাফল্য এনে দেওয়ার অঙ্গীকার যিনি করেছিলেন, ইস্টবেঙ্গলের শ্বাসপ্রশ্বাসের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, সেই তিনি দূরে সরে গেলেও তাঁর শয়নে, স্বপনে, জাগরণে যে থাকবে প্রিয় ক্লাব, তা বলাই বাহুল্য।
প্রাক্তন ক্লাবের সুখে তিনি সুখি, দুঃখে দুখী। কুয়াদ্রাত রয়েছেন ঠিক আগের মতোই।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?